অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো রেপিড এন্টিজেন টেস্ট (RAT) এর মাধ্যমে শুরু হয়েছে করোনা পরীক্ষা এবং ১ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে করোনার রিপোর্ট।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, গত বুধবার থেকে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু হয়েছে। এবং শুধুমাত্র করোনার লক্ষন দেখা যাওয়া রোগীদের জন্য এ পরীক্ষার নির্দেশনা রয়েছে। বর্তমানে এ পরীক্ষটি করার জন্য কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ কিট আনা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কাপ্তাইয়ে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কাপ্তাইয়ে মোট শনাক্ত ১৭৮ জন।