এদিকে আজ সোমবার উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে প্রশাসনিক সভা, পরিচালক (অর্থ ও হিসাব) অফিস, শিশু নিউরোলজি ও কার্ডিয়াক সার্জারির বিভাগের সাথে আলাদাভাবে ৪টি সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি কমিউনিটি অফথালমোলজি বিভাগে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও উপাচার্য মহোদয় ডা. মিল্টন হলে অনুষদীয় পাঠ কমিটির সভায় সভাপতিত্ব করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ ২৬ এপ্রিল ২০২১ইং তারিখে চলমান কঠোর লকডাউনের মাঝেও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৭৪ জন । গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ ২৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২২ হাজার ৩ শত ৪ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩৫ হাজার ৫ শত ৪১ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত ৯২ হাজার ৩৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ সোমবার ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩ শত ২৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭ শত ৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৯ শত ১৫ জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন।