হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় কাপ্তাই জোন ২৩ বেঙ্গল ডেয়ারিং টাইগার্স জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গাজী মোঃ মিজানুল হক পিএসসি’র নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্যোগ অদ্য ২৫শে এপ্রিল রোজ রবিবার সকাল ১১ ঘঠিকার সময় রাজস্থলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করার লক্ষে উপজেলার ৩টি ইউনিয়নে (গাইন্দ্যা,ঘিলাছড়ি, বাঙ্গালহালিয়া) এবং রাইখালী এলাকার প্রায় ১০০ জন অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা প্রদান করেন রাজস্থলীর সাব জোন কমান্ডার ক্যাপ্টেন দেবাশীষ সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট সামিনুস সালেহ, লেফটেন্যান্ট শিকদার সৈকত ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুখলেসুর রহমান, ওয়ারেন্ট অফিসার আনোয়ার, ওয়ারেন্ট অফিসার শাহাদাত, ওয়ারেন্ড অফিসার রাশেদ খান প্রমুখ।
বিতরণকালে ক্যাপ্টেন দেবাশীষ সরকার বলেন, সেনাবাহিনী জনগণের বন্ধু। বিশ্বে মহামারী করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের নির্দেশ মোতাবেক সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। একটি কথা মনে রাখবেন সন্ত্রাসীরা কারো আপন নয় এবং কারো বন্ধুও নয়। তাদের যেকোন মুল্যে প্রতিহত করতে হবে। অন্যথায় এই এলাকায় শান্তি ফিরে আসবে না। যে এলাকায় শান্তি থাকবে সে এলাকার উন্নয়ন সম্ভব হবে। এজন্য সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নেই। যে কোন সমস্যা মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত। তাই এলাকাকে সন্ত্রাস মুক্ত রাখতে সকলে মিলে একযোগে কাজ করতে হবে।
ঘিলাছড়ি,গাইন্দ্যা, রাইখালী ইউনিয়নসহ রাজস্থলী, ইসলামপুর, বাঙ্গালহালিয়া, রাইখালী, পানছড়ি আর্মি ক্যাম্পের অধীনে ১০০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি (চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, ০১ কেজি চিনি, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা এবং ৫০০ গ্রাম তৈল) ত্রান সামগ্রী বিতরণ করা হয়। দেশের কঠিন সময়ে দেশের মানুষের ক্রান্তিলগ্নে এলাকার দুস্থ ও অসহায় দরিদ্র মানুষগুলো সেনাবাহিনীর এই সহযোগিতায় অত্যন্ত খুশি হয়েছেন।