অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার প্রজেক্ট এলাকার খানকায়ে মোজাদ্দেদিয়া সাঈদিয়া আজুদিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে রবিবার (২৫ এপ্রিল) ইফতার পার্টির আয়োজন করলেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমন।
এসময় এতিম ছাত্রদের সাথে ইফতার পার্টিতে অংশ নেন কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) এস এম ফরহাদ হোসেন, সামাজিক সংগঠন সেবাবাড়ির সাধারন সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
কাপ্তাই উপজেলার ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, পর্যায়ক্রমে কাপ্তাই এর প্রতিটা এতিমখানায় এমন আয়োজন করা হবে।
এদিকে মানবিক নেতা ও সমাজসেবক এম নুর উদ্দীন সুমন এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন তাঁর মতো সকল সহৃদয়বান ব্যাক্তিরা যেন এই দুঃসময়ে অসহায়দের পাশে দাঁড়ায় এটাই সকলের কামনা।