মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য’ কথাটি স্মরণ করে চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “স্মার্ট মানিকছড়ি”র সদস্যরা।
ছবি: হত-দরিদ্র পরিবারের মাঝে ‘স্মার্ট মানিকছড়ি’র খাদ্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যে।
শুক্রবার (২৩ এপ্রিল) দিন ব্যাপী উপজেলার হাজীপাড়া, মানিকছড়ি মুসলিম পাড়া, রহমান নগর, তিনটহরী শান্তি নগর, তিনটহরী ডলু এলাকায় ১ম পর্যায়ে সংগঠনের ব্যক্তিগত তহবিল ও বিত্তবানদের সহযোগিতায় নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন সংগঠনটি সদস্যরা।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন মো. শরীফ আহম্মেদ বলেন, গত বছরের ন্যায় এবছরও তালিকা করে সংগঠনের পক্ষ থেকে অসহায়-কর্মহীন মানুষকে ত্রান সহযোগিতা করছি। প্রথম ধাপে ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
ব্যক্তিগত প্রচার বা কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। মানবতার কল্যাণে এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান অন্যান্য সদস্যরা।