।।গোলাম মোস্তফা ।।
রাঙামাটির বিশিষ্ট ঠিকাদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সানরাইজ ক্লাবের সভাপতি ছলিম উল্লাহ সেলিম ও রাঙামাটি পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জোসনা বেগমের উদ্যোগে সানরাইজ ক্লাবের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩শে এপ্রিল) বিকালে স্বাস্থবিধি মেনে মহিলা কলেজ এলাকায় ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর।
এসময় ৬শ পরিবারের মাঝে ছোলা, মুড়ি, ডাল, তৈল, সেমাই, চিনি, আলু ও পেয়াজ বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আলী, মোঃ কামাল, মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ রনি ও মোঃ রুবেল উপস্থিত ছিলেন।