অর্ণব মল্লিক,কাপ্তাই প্রতিনিধি:-
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারী -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল),এইচএসসি(ভোকেশনাল) এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামি ৩০ এপ্রিল ২০২১ তারিখ পযন্ত অনলাইনে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি কার্যক্রম চলবে জানান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্বৃতি দিয়ে তিনি আরো বলেন, ডাটা এন্ট্রি কার্যক্রমের সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার যে সকল স্কুল ভোকেশনাল এডুকেশন কার্যকর আছে তাদের যদি তথ্য ফিলাপ করতে কোন প্রকার সমস্যা হয় সে সকল স্কুলের প্রধান শিক্ষক কে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ বা ফোকাল পার্সন এর সাথে বা নিকটস্থ সরকারি পলিটেকনিক ইনস্টিউট কিংবা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।