পূর্ণশক্তি
লেখক:হাবীবুল্লাহ মিসবাহ
পূর্ণশক্তি আর সতেজতায় ভরা,
উদ্দীপ্ত আর উদ্দীপনায় গড়া,
সহস্র সাহস বুকে ধারণ করে যারা,
বল বন্ধু!!ওরা কারা!!?
তাদের বুকে সাগর সমান সাহস-
আর সীমাহীন আশার পবিত্র বাণী,
একদিন তারাই করবে শাসন এই ধরনী।
তারা চাইলেই হতে পারে আকাশ সমান শক্তি,
মুহুর্তেই আনতে পারে সকল গ্লানির মুক্তি।
শুধু সৎ প্রতিভা নিয়ে,
তাদের যেতে হবে এগিয়ে,
লক্ষ্য হবে জীবনের —
সকল অন্যায়-অবিচার-গ্লানি মুছে দেবার,
তারা আমার প্রাণের যুবক-তরুণ-কিশোর।