অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউনে সরকারি নির্দেশনা কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে কাপ্তাই থানা পুলিশ। লকডাউন এর শুরু থেকেই কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন জায়গাতে কঠোর পর্যবেক্ষন করছে পুলিশ। সরকারি নির্দেশনা কার্যকরে প্রতিনিয়ত তৎপর রয়েছে কাপ্তাই থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রেশম বাগান চেকপোস্ট সহ কেপিএম এলাকার বিভিন্ন স্থানে লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, এএসআই আজাদ হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।