বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়া বিল এলাকায় পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠন জেএসএস সন্তু লারমা ও জেএসএস এমএন লারমা দলের মধ্যে দুই দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩ ঘটিকা থেকে সাড়ে ৫ ঘটিকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।এসময় উভয় পক্ষ ৪০ থেকে ৫০ রাউন্ড গুলিবিনিময় ও একটি গ্রেনেটও বিস্ফোরণ ঘটায় বলে নিশ্চিত করে স্থানীয়রা।
বাঘাইছড়ি থানার ওসি জনাব মোঃ আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, আমরা গোলাগুলির সংবাদ পেলেও হতাহতের কোন সংবাদ পাইনি। এলাকাটি দূর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। গোলাগুলির বিষয়ে আঞ্চলিক দুই দলের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।