অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
লকডাউন এর ২য় দিনে ও থেমে নেই কাপ্তাই উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রাম্যমান আদালতের অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা দেড়’টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপজেলা সদর, কেপিএম আবাসিক এলাকা, বারঘোনিয়া গেইট, কলাবাগান এবং রেশম বাগান এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধজনিত কারনে ১৪ টি মামলায় ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।
এরমধ্যে দণ্ডবিধির ২৬৯ ধারায় ২ টি মামলায় ২শ’ টাকা, দণ্ডবিধির ১৮৮ ধারায় ৮ টি মামলায় ১ হাজার ৫শ’, সড়ক পরিবহন আইনের ২ টি মামলায় ৬শ’ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।