কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর দোলন্যা মুখ তালুকদার পাড়া নামক এলকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অপরাধে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।আটককৃত আসামির নাম অমল তালুকদার (২২), সেই ওয়াগ্গা তালুকদার পাড়া দোলন্যা মুখ এলাকার শান্তি তালুকদার এর ছেলে।
মেয়েটির পরিবারের সদস্যরা জানান, ধর্ষিত শিশুটি ওয়াগ্গা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। তার বাড়ীও একই এলাকায়। গত রবিবার (৪ এপ্রিল) সকাল ৯.৪৫ মিনিটে অভিযুক্ত অমল তালুকদার শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার এই ঘটনা ঘটার পর মেয়েটার বাবা গতকাল সোমবার (৫ এপ্রিল) রাত ৮ টায় কাপ্তাই থানায় এসে ধর্ষক অমল তালুকদার এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারই মামলার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সোর্স সহ অভিযুক্ত আসামীকে তার বাড়ী হতে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আনেন।
এদিকে ধর্ষক অমল তালুকদারকে মঙ্গলবার (৬ এপ্রিল) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।