।।নিজস্ব প্রতিনিধি।।
করোনা প্রতিরোধে লকডাউন মানতে নানিয়ারচরে সাড়াশি অভিযান পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
সোমবার (৫ এপ্রিল) সন্ধায় নানিয়ারচর বাজার, ডাকবাংলা ও ইসলামপুর এলাকায় জনসাধারণ কে করোনা প্রতিরোধে লকডাউন মেনে সতর্ক থাকতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানার দ্বায়ে ১শত টাকা হারে মোট ছয়জন কে ৬০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে নানিয়ারচর থানার এসআই মোঃ মান্নানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।