অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
করোনা সংক্রমন প্রতিরোধে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ এবং করোনা সচেতনায় প্রচার অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
বৃহস্পতিবার (১ এপ্রিল) কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বাজারে অভিযান পরিচালনা করার সময় মুখে মাস্ক না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমান আদালতে কয়েকজন ব্যাক্তিকে জরিমানা প্রদান করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনসাধারনকে মাস্ক পরার পাশাপাশি জনসমাগম এড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন।।