রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক খাগড়াছড়ি ও দীঘিনালার বিভিন্ন এলাকার”সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধে মানবতা” এই প্রতিপাদ্য পাহাড়ে ৬ মাস ধরে কোন বৃষ্টি হয়নি তাই ঝিরি,ছড়া শুকিয়ে গেছে।
স্থানীয়দের সকল পরিবারের শুধু ১ কলসি পানির জন্য ২-৩ ঘন্টা অপেক্ষা করতে হয়।
তাদের এমন দুর্ভোগের কথা জানার পর খাগড়াছড়ি সড়ক বিভাগ বিশুদ্ধ পানি দিয়ে তাদের পাশে দাঁড়ালো। তবে চলমান কার্যক্রম হিসেবে খাগড়াছড়ি সদর ও দিঘীনালা উপজেলার কয়েকটি গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা জানান খাগড়াছড়ি ও দীঘিনালার ৫ মাইল,৭ মাইল,৮ মাইল, ৯ মাইল সহ মোট ৬ টি গ্রামে প্রায় ৩০০ পরিবারের জন্য পানি সরবরাহ করা হচ্ছে। তিনি আরো বলেন যতদিন বৃষ্টি হবে না ততিদন পর্যন্ত পর্যায়ক্রমে এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট আশু সমাধান চেয়েছেন।
এমন কার্যক্রমে খাগড়াছড়ি সড়ক বিভাগ হতে বিশুদ্ধ পানি পাওয়ায় খুশি হয়ে সড়ক বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা সহ সকলের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।