বাগেরহাট প্রতিনিধি,
সারাদেশের ন্যায় মোংলায় যথাযোগ্য মর্যাদায়
পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মধ্যে দিয়ে ঐতিহাসিক এই দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৯ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এরপর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আসিফ ইকবাল। এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা পোর্ট পৌরসভা, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা , সরকারি, বেসরকারি, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিনটি পালন করছেন।