রায়হান আহমেদ:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার টার্মিনাল এলাকায় পানছড়ি থানার দায়িত্ব পুলিশের হাতে দুইজনকে হাতে নাতে দেশীয় তৈরি ১৩ লিটার চোলাইমদ সহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,স্বপন বিকাশ ত্রিপুরা ২৯ ও অলেন্দ্র ত্রিপুরা ১৮।তারা উভয় ১নং লোগাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাশিপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, পানছড়ি থানার এ.এস.আই লিটন চাকমা ও এ.এস.আই আবুল কালাম আজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মোটরসাইকেল বাজারের দিকে যাওয়ার সময় সংকেত দিয়ে মোটরসাইকেলটিকে দাঁড়করালে সেই সময় লাল ব্যাগের ভিতরে দুইটি বোতলে ৮ লিটার ও ৫ লিটার করে মোট ১৩ লিটার দেশীয় চোলাইমদ পাওয়া যায়।
জিজ্ঞাসা বাদে জানা যায়,বিক্রির উদ্দেশ্যে মদ নিয়ে যাওয়া হচ্ছিল।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।