হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারের নতুন পরিচালনা কমিটিকে সংবর্ধনা জানিয়েছে বাঙ্গালহালিয়া সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন। অদ্য ২২শে মার্চ সোমবার বিকাল ৫ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া বাজার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা জাপার সভাপতি রেজাউল আলম মাষ্টার, বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর দত্ত, পদুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আফসারসহ সভাপতি আবুল কাশেম সওদাগর, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন, অর্থ সম্পাদক নিটু চক্রবর্তী, দপ্তর সম্পাদক প্রবীর দত্ত, সদস্য পুলক সাহা,শাহ আলম, রবিউল হোসেন, সুজন চৌধুরী,মংছাহ্লা রাখাইন, জয়নাল আবেদীন,দিল আহম্মদ, জব্বার হোসেন,নুপুর দে, মোহাম্মদ ইসহাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।