অর্ণব মল্লিক, কাপ্তাই:
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার উদ্যোগে বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে কাপ্তাইের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস (কেভিড-১৯) এর সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরন করা হয়। এসময় জনগনকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলার নিদের্শনা প্রদান করা হয়।
একইদিনে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ এর সদস্যরা রাইখালী এলাকা ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছেন। এবং সেই সাথে করোনা সংক্রমন প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।