বিশেষ প্রতিনিধি, রাঙ্গামাটি
বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য রেখে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পণের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শিশু দিবস তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে ও উদযাপিত করা হয়।
সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে বেলুন ও কবুতর উড়িয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০জন শিশুর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার। এতে আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু, মোঃ আবদুর রহমান, মোঃ ইসলাম উদ্দিন, রুম্পা ঘোষ, লাইলাতুল হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক/ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ প্রমূখ।
বক্তব্য শেষে কেক কাটেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নাচ, গান, কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংগ্রহণকারী বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।