সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার:
দ্বিতীয় বারের নির্বাচিত মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া এবারে ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীক পাওয়ার পর ১৬ই মার্চ দুপুর ২টার দিকে মহেশখালীর উদ্দেশ্যে আগমনে গোরকঘাটা পুরাতন জেঠিঘাটে পৌঁছা মাত্রই মহেশখালী পৌরসভার আপামর জনসাধারন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকলের প্রিয়নেতা বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা সদস্য, মহেশখালী পৌর আওয়ামীলীগের আহবায়ক, দুই দুই বারের মেয়র জননেতা জনাব আলহাজ্ব মকছুদ মিয়াকে ফুলের তোড়ন দিয়ে বরণ করে নেওয়া জন্য ছুটে যান।
পরক্ষনে বিশাল গাড়ীর বহর ও সর্বস্থরের জনতা গনমিছিলের মাধ্যমে পুরো পৌর এলাকায় ব্যাপক শো-ডাউন করেছে। এবং বিকাল ৪টার দিকে গোরকঘাটা বাজারস্হ চৌ-রাস্তার মোড়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিশাল গনজামায়েত অনুষ্টিত হয়েছে। উক্ত গনজামায়েতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত গনজামায়েতে প্রধান অতিথি বক্তব্যে মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন, আমি প্রতিনিধিত্ব করি জনগনের রক্ত শোষন করার জন্য নয়, সর্বস্থরের জনগনের সেবা করার জন্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, বাংলাদেশ আওয়ামীলীগের সু-নাম, সু-খ্যাতি বাড়ানোর জন্য। আমি যদি আবার মেয়র নির্বাচিত হয় সারা বাংলাদেশের মধ্যে মহেশখালী পৌরসভাকে ১নং মডেল পৌরসভা হিসেবে পরিনত করব ইনশাল্লাহ।