অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান হতে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে কাপ্তাই এর জেটিঘাট এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এই অভিযান পরিচালনা করেন।
এইসময় মেয়াদ উর্ত্তীণ দ্রব্য বিক্রি করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স না রাখা সহ বিভিন্ন অপরাধে জেটিঘাট ভাই ভাই আইচ ফ্যাক্টরিকে ৫ হাজার ,শাহ আমানত কুলিং কর্নারকে ৫০০ টাকা, হাফেজ স্টোরকে ১৫০০ টাকা এবং হাজী লাল মিয়া স্টোরকে ১৫০০ টাকা সহ সর্বমোট ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই ফাঁড়ির আইসি পিষুষ কান্তি দাশ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।