বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অজল চুগ বন বিহারে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) সকালে সম্যক দৃষ্টি ফাউন্ডেশন স্বধর্ম ফান্ডের উদ্যোগে অজল চুগ বন বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় ধর্ম সভা।
এছাড়াও প্যাগোডা ও দেশনালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধনসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ধর্ম সভায় সাধু সাধু সাধু ধ্বনিতে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল প্রার্থনা করেন পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে সমবেত হাজারো পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদনে বুদ্ধ পুজা, বুদ্ধ মূর্তিদান, মহাসংঘ দান, অষ্টপরিষ্কার দান, ৮৪ হাজার মঙ্গল প্রদীপ উৎসর্গ, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, পিন্ডদানসহ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচি।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় গুরু বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন সাধনানন্দ মহাস্থবির বনভান্তে’র প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।
ধর্ম দেশনায় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে’র প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পঞ্চশীলের গুরুত্ব অপরিসীম। পঞ্চশীল পালনের মাধ্যমে গৃহ জীবনে উন্নতি সম্ভব। পাশাপাশি পারিবারিক জীবনে পঞ্চশীলের গুরুত্ব অপরিসীম। শীলের পাশাপাশি দান, শীল-ভাবনা (ধ্যান) করতে হবে। ভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।
এসময় অন্যান্য ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ শুভ বর্ধন মহাস্থবির, সিনিয়র ভিক্ষু প্রিয়ানন্দ মহাস্থবির, ধুতাঙ্গটিলা বন বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির, অজল চুগ বন বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ সত্যমতি ভিক্ষু, সারোয়াতলী রত্ন উদয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শীলা জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু সংঘরা।
পুণ্যার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পিয়নন্দ চাকমা,সদস্য ঝর্ণা খীসা ও উদযাপন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্ঞান জ্যোতি চাকমা। অন্যান্য অতিথির মধ্যে ইলিপন চাকমাসহ বিহার পরিচালনা কমিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।