ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাঘাইছড়িতে “করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যেগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা সদরে র্যালি প্রদর্শন শেষে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
এসময় বিশেষ অতিথিরা ছিলেন, পৌর মেয়র জাফর আলী খান, ভাইস চেয়ারম্যান আঃ কাইয়ুম ও সাগরিকা চাকমা, আলীগ নেতা মোঃ আলী হোসেন ও দীলিপ কুমার দাশ এবং উঃ কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেন। সভায় বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপসহ কারে বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস সুনন্দা চাকমা এবং উপস্হিত অতিথিবৃন্দ। এসময় সরকারী-বে-সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীগন ও অসংখ্য নারী উপস্হিত ছিলেন।