অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই প্রগতি সংসদ। সোমবার( ৮ মার্চ) বিকেলে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২-১ সেটে চন্দ্রঘোনা বি এম ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি জেলা হতে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার। গত ২২ ফেব্রুয়ারী হতে শুরু হওয়া এই ভলিবল টুর্নামেন্টে সর্বমোট ৮ টি দল অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আজাদ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া। উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এইসময় উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, অর্থ সম্পাদক বিজয় মারমা, সদস্য নুর নবী সফু, কাজী মোশাররফ হোসেন, মংসুইছাইন মারমা, মোশাররফ হোসেন, আব্দুল হাই খোকন সহ ক্রীড়া সংস্থার সদস্য এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্হিত ছিলেন।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারি ঝিনুক খীসা, ওয়াশিংটন চাকমা, সহযোগিতায় জ্যোতিষময় তনচংগ্যা ও রাজীব আইচ।