মিঠুন সাহা,রায়হান আহমেদ, পানছড়ি ও খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বালাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ মার্চ বিকাল ৩ টার সময় পানছড়ি থানার হলরুমে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
এই সময় পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে ও এ এস আই লিটন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব বিজয় কুমার দেব, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজির হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় সভাপতির বক্তব্যে জনাব দুলাল হোসেন বলেনঃজাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কারণে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিজয় লাভ করেছে।তাই আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের প্রতি।বাংলাদেশের সকল প্রজন্মদের জাতির জনকের আদর্শকে অনুসরণ করে চলার জন্য উদাত্ত আহ্বান জানাই।
তিনি এই সময় আয়োজিত অনুষ্ঠান সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।৳