নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি
অদ্য ০৪/০৩/২০২১ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা স্কাউট ভবন মাঠ প্রাঙ্গনে ড্রাগন মার্শাল আর্ট সেন্টার(DMC) এর পরিচালনায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের এবং ফেডারেশনের সাধারন সম্পাদক মো: আলমগীর (সানদা) মার্শাল আর্ট এর গুরু ডিএম রুস্তম (তাওলু) সহ আরো অনেকে উপস্থিতিতে কুংফু ড্রেস বিতরণ করা হবে যার মধ্যে বিশেষ লোগো ও বাংলাদেশের একমাত্র লাল পোশাকের সংগঠন (MDC) রং মাধ্যমে সারা নারীর উপর সহিংসতা ও যুব সমাজের অবক্ষয় এবং সকল প্রকার নেশা রোধে।
সর্বক্ষণ স্বাস্থ্যবান থাকার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য, স্কুল-কলেজে এবং চাকুরী ক্ষেত্রে নিজেকে যোগ্য এবং স্বাস্থ্যবান গড়ে তোলার লক্ষ্যে এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক মোঃ আব্দুল মান্নান রানা (সনদা) স্যারের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী, স্কুল কলেজ এবং বিভিন্ন সাহিত্য শাসিত সংগঠনকে এবং উভয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে যাচ্ছেন এই অনুষ্ঠানের পূর্বে রাঙ্গামাটি জেমনিশিয়াম হল রুমে ডিসেম্বর মাসে স্কুল কলেজ পড়ুয়া সিনিয়র জুনিয়র কয়েকটি স্কুলের মহিলা টিচার এবং যারা পড়ালেখা ছেড়ে দিছেন তারা ২০০ মেয়েকে পর্যায়ক্রমে (Self-Defense) আত্মরক্ষার কৌশল শেখানো হয় যদিও এখানে কিল-ঘুষি-লাথি বিহীন আত্মরক্ষা কিভাবে করবে এ কৌশল গুলো স্কুল ব্যাগ চুলের কাঁটা পিন এর মাধ্যমে নিজেকে রক্ষা করা এবং নারী অবক্ষয় রোধে কর্মশালা করেছিলেন।
মো: আলমগীর (সানদা) উশু ফেডারেশন, ঢাকা, তিনি সবার মাঝে বলেন বাচ্ছাদের আর্থিক সাহায্য এর পোশাক এবং বিভিন্ন সরঞ্জাম সহ যতোটুকু সম্বভ তিনি তা দিবেন তার ফেডারেশন মাধ্যমে।
সর্বোপরি এই লাল পোশাক গায়ে উঠলে পারিবারিক সামাজিক এবং এমনকি তার নিজের স্যানিটেশন খাবার পানি সবকিছু নিয়ে শিক্ষাদান দেয়া হয়। কারণ শরীর সুস্থ থাকতে হলে খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সহায়ক উপাদান । মার্শাল আর্ট পাশাপাশি অপরিহার্য। তাই আপনার আগামী ভবিষ্যৎ কে ড্রাগন মার্শাল আর্ট সেন্টারে ভর্তি করে দিন।
আব্দুল মান্নান রানা বলেন প্রতি ৬ মাস পরপর শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রতিবেদন বলে দিবে আপনার বাচ্চাদের অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে বা উন্নতি হয়েছে। সব কিছুতে সেরা হতে গেলে আপনার শিশু ও কিশোর দের শাওলিন কুং ফু তে ভর্তি করে দিন।
ভর্তির জন্য যোগাযোগ করুনঃ মোঃ আব্দুল মান্নান রানা আন্তর্জাতিক কোচ ও খেলোয়াড় স
মোবাইল নাম্বার ০১৬৮৩২৪৯৫৪১