স্বরবৃত্ত-৪+৪+৪+৪ মাত্রা ছন্দে ফুটিয়ে তুলেছেন তার “মুশকিল আসান”
এই মন যদি দিতেই হয়গো
দাও আল্লাহ তায়ালাকে,
মনের কথা বলতেই হয় গো
বলো আল্লা তায়ালাকে।
তিনি রাজ্জাক,তিনি মালিক
তিনি যে সব মুশকিল আসান,
“ফাবি আইয়্যি আ-লা-ই-
রাব্বিকুমা তুকাজ্জিবান।
কাউকে যদি এক নজরও
দেখার জন্যে আকুল হও গো
আল্লার রাসূল দেখার জন্যে
তবে আকুল হইও যেগো।
লা ইলাহা ইল্লাল্লাহু
দরূদ শরিফ খানি জপে
যেজনা মন সৃষ্টিকর্তার
ইবাদতের তরে সঁপে,
সে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা
দিলদার মুসলিম ইনসান।
এই মুসলিমের একটিই চাওয়া
ওগো আল্লা রহিম রহমান,
মৃত্যুর অছি-লায় রাসূলকে
দেখার সুযোগ করো গো দান।।