লংগদু প্রতিনিধি গোলামুর রহমান
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ ম্যারাথন দৌড় শুরু হয়ে বাইট্টাপাড়া আলতাপ মার্কেট পর্যন্ত ৫ কিঃ মিঃ সড়ক ঘুরে এসে আবারো উপজেলা মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্যারাথন দৌড় উদ্বোধন করেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এতে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন সহ বিভিন্ন কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও জনসাধারণ।
এ প্রতিযোগীতায় এক হাজার আটশত জন রেজিষ্ট্রেশনকৃতরা ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীর বিজয়ী ২০ জনকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।