মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ।
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেয়ার মুহাম্মদ চৌধুরী বাড়ি’র হযরত শাহ ছুফি মাওলানা আহছানউল্লাহ(রহঃ)এর বার্ষিক ওরশ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ফেব্রুয়ারি) সকালে ১ম অধিবেশনে খতমে কোরআন ও খতমে গাউছিয়া অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ২য় অধিবেশন মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে মাজার পরিচালক কমিটির সভাপতি ও রাজানগর জালানি কাঠ ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ছাদেকুর নুর চৌধুরী টিপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, প্রধান ওয়ায়েজিন ছিলেন আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুর হক,বিশেষ ওয়ায়েজিন ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, মাওলানা হাফেজ ক্বারী নজরুল ইসলাম আনছারী, মাওলানা মোজাম্মেল হোসাইন খলন্দরী, লোকমান কোম্পানি, সেকান্দর হোসেন চৌধুরী, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.সরওয়ার উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মো.শহিদুল ইসলাম চৌধুরী, আ.লীগ নেতা নুরুল আনোয়ার চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, মুবিন চৌধুরী, ছালেহ আহমদ সওদাগর, ইলিয়াস চৌধুরী, সিদ্দিক আকবর, এইচ এম শহিদুল্লাহ প্রমুখ।