শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের সামছুদ্দীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে এক বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্পের অফিস রুম হতে বিদেশি মদ, মদের বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের নেশা সেবনের সরঞ্জাম উদ্ধার করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ই ফ্রেব্রুয়ারি) মধ্য রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এস আই আলমগীরসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অফিসের চাবি পাঠিয়ে অফিসের মালিক মুরাদ বিন মঈনুদ্দিন পলাতক রয়েছে। তবে পেট্রোল পাম্পের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। এই চক্রটির সাথে আরও লোক জড়িত রয়েছে ও তারা দীর্ঘ দিন থেকে এমন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।