।।নিজস্ব প্রতিনিধি।।
রাঙামাটিতে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথন প্রতিযোগিতায় রাঙামাটি জেলার প্রায় ১হাজার ৫৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সাপছড়ি স্কুল মাঠে দুপুরে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি। সাপছড়ি এলাকা থেকে ৫ কিলোমিটার রাস্তা ম্যারাথন দৌড়ের মাধ্যমে ভেদভেদীর আর্মি মাঠে এসে প্রতিযোগিতা শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
এ সময় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ পদস্থ সেনা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।