বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ভূষণছড়া কলেজ। দীর্ঘ সময়ের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু এই কলেজের যাত্রা।
আজ ১৬ই ফেব্রুয়ারি সকালে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মন্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন।
বিগত ২০২০ সালের শুরু থেকে ভুষনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মামুনর রশীদ এবং বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মন্জুরুল হক ও বিজিবি”র যৌথ প্রচেষ্টা সহ এলকাবাসীর সহযোগীতায় পুর্নরূপ পেয়েছে কলেজটি।
এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ, বরকল উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মহারাজ, বরকল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরকল উপজেলা আওয়ামী লীগ সাবেক ক্রীড়া সম্পাদক আউয়াল সিকদার, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ মেম্বার, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাজ্জাক, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর তালুকদার, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, বিএনপি সভাপতি ছিদ্দিক বেপারি সহ আরো অনেকজন।
অনুষ্ঠানে কলেজ কতৃপক্ষ জানায়, বর্তমানে কলেজটির নাম অস্থায়ীভাবে ভুষনছড়া আইডিয়াল কলেজ রাখা হয়েছে। এছাড়া অত্র কলেজে বর্তমানে অভিজ্ঞ কিছু শিক্ষকও নিয়োগ দেয়া হয়েছে। তবে কলেজটি আপাতত ভুষনছড়া ইউনিয়নের পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে ক্লাস কার্যক্রম চলবে।
উদ্বোধন পরে প্রধান অতিথি মন্জুরুল হক বলেন, অত্র কলেজটি করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবার জন্য শুভ কামনা জানাচ্ছি।দুর্গম পাহাড়ী এলাকার এই কলেজটি শিক্ষা ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে।
শেষে নির্বাহী কর্মকর্তা অত্র কলেজের ২৬ জন শিক্ষার্থীদের মাঝে তিনি বই বিতরন করেন।