সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার:
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাকাটা হিন্দু পাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪টি বসতবাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে,পাশের আরো কয়েকটি বসতবাড়ি, ক্ষয়ক্ষতিও হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই গ্রাম বাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ছোটে যান স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান,শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়-১৫ই ফেব্রুয়ারী (সোমবার)সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে সমবু দে,এর বাড়ির রান্নার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে । কিছু বুঝে ওঠার আগেই পুড়ে যায় অন্ততঃ ৪টি বাড়ি। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের আরো কয়েকটি বসতবাড়ি, ক্ষয়ক্ষতিও হয়েছে। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিকদের মধ্যে রয়েছে ওই গ্রামের বাসিন্দা সমবু দে,বাসি দে, প্রবাদ দে,কালু দে প্রমুখ। এদিকে পরে মহেশখালী সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই গ্রাম বাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে ৪টি বাড়ী পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে ।\
এদিকে শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন মাহমুদ, স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ৪টি বাড়ীর মালিকদের নগদ ২ হাজার টাকা বাড়ীর সদস্য কে ১টি করে কম্বল বিতরণ করেন। ক্ষতিগ্রস্তরা তাৎক্ষণিক অনুদান হিসেবে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের দেওয়া নগদ টাকা ও শীতের কম্বল গুলো পাওয়ায় খুবই উপকৃত হয়েছেন বলে জানান তাঁরা।