রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বরিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় রাঙ্গামাটি সদর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীকে আকবর হোসেন চৌধুরী ২২৮০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট মামুন ৬৯৩৫ ভোট পেয়েছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে ১৯৪৩ভোট,বাংলাদেশের ওয়ার্কাস মনোনীত প্রার্থী মো:আব্দুল মান্নান রানা কোদাল প্রতীকে ২৬০ ভোট পেয়েছেন,এবং লাঙ্গল প্রতীকে ১৬৯২ ভোট।
➤
☞বিজয়ী কাউন্সিলরগন
১নং ওয়ার্ড-হেলাল উদ্দীন
২নং ওয়ার্ড- করিম আকবর
৩নং ওয়ার্ড-পুলক দে
৪নং ওয়ার্ড-নুর নবী
৫নং ওয়ার্ড-বাচিং মারমা
৬নং ওয়ার্ড-রবি মোহন চাকমা
৭নং ওয়ার্ড-জামাল উদ্দিন
৮নং ওয়ার্ড-কালায়ন চাকমা
৯নং ওয়ার্ড-সন্তোষ চাকমা
ভোট কাষ্ট ৫৩.৬২% হয়েছে।