মোঃসফিকুল ইসলাম
কুয়াশার ধবধবে সাদা সাড়ি পরে।
খোলা চুল এলিয়ে।
সবুজ ঘাসের উপর নরম তুলতুলে পা দুটি
দিয়ে হেটে যাবে তুমি।
তোমার চেহারার রুক্ষ, শুক্ষ মলিনতা
আমায় বক্ষ ভেদ করে।
মনের ছোট্ট কুড়ে ঘরে ভালোবাসার বেদনা সৃষ্টি করবে।
তোমার রুক্ষ ঠোঁট দুটি
ভালোবাসার পরস পাবার জন্য
গ্রীষ্মের খরাতাপ দূর করে। বৃষ্টির অপেক্ষায় বিভোর।
আমি তোমার ঐ দুটি ঠোঁটে বৃষ্টির পানিতে ভিজাতে চাই।
আমি তোমায়, সাথে নিয়ে হারিয়ে যেতে চাই
শিশির ভেজা ঘাসের উপর হাতে হাত রেখে
অনেক দুরে।