অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
চন্দ্রঘোনা ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃ ফুটবল লীগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে চন্দ্রঘোনা মিশন মোহামেডান স্পোটিং ক্লাব।
শুক্রবার(১২ ফেব্রুয়ারী) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৩-২গোলে মিশন সাইফ স্পোটিং কে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।
চন্দ্রঘোনা ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা, সুজন রাঙ্গুনিয়ার সভাপতি ফরিদ আহমেদ, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের সভাপতি সুধীর ধর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক বিজয় মারমা, নির্বাহী সদস্য নুরনবী সফু, চন্দ্রঘোনা ফুটবল একাডেমির সভাপতি শেখ মোঃ রমিজ, সিনিয়র সহ সভাপতি সোহেল চৌধুরী, সম্পাদক স্বপন দাশ, যুগ্ম সম্পাদক জুয়েল চাকমা ও লোকাস খিয়াং।
টুনার্মেন্টে ৪ টি দল অংশ নেয়।