কামরুল ইসলাম,খাগড়াছড়ি:
সোমবার রাত ১১.৩০টার দিকে খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে আটকে মাওস্রিজিতা দেওয়ান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।
যদিও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে বৈদুৎতিক শর্ট সার্কিটে আগুন সুত্রপাত হতে পারে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। তার বাবা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।