শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা কাইম্যারঘোনা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়ার (আলুর মাঠ)মোঃ ইসমাঈল২৬) কে ৭হাজার ৮ শত পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব -১৫ এর অভিযানিক দল।আটক ইসমাঈল ঘুমধুম ঘোনার পাড়া( আলুর মাঠ)এলাকার কবির আহমদ ওরফে দারোগা কবিরের ছেলে।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে।