আল সিরাজ ভাণ্ডারী বোয়ালখালীঃ
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ৭নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী দরগাহ বাড়িস্থ ৭ মার্চ (শুক্রবার) হযরত পীর শাহসুফি সৈয়দ বদর আউলিয়া শাহ্ (রহঃ) এর বার্ষিক পবিত্র মহান ওরশ শরীফ উদযাপন উপলক্ষে মাজার শরীফ ও ওরশ শরীফ উদযাপন কমিটির সভাপতি খাদেম মোঃ কামাল উদ্দিনের সভাপত্বিতে ও মোঃ রুবেলের সঞ্চালনায় ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান কর্মসূচির মধ্যে মাজার শরীফে খতমে কোরআন,ফাতেহা শরীফ,ইফতার মাহফিল,মিলাদ মাহফিল,মাজার শরীফে আলোকসজ্জা,পুষ্পস্তবক অর্পণ,আখেরি মুনাজাত,তবরুক বিতরণ ও আল্লাহর মহান অলিদের জীবনী শরিফ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আবদুল কাদের ছাহেব,প্রধান অতিথি ছিলেন
মাওলানা এহসানুল হক আল-কাদেরী প্রধান বক্তা ছিলেন মাওলানা মোজাম্মেল হক কুতুবী,বিশেষ অতিথি ছিলেন মাওলানা হারুনুর রশিদ আল-কাদেরী,বোয়ালখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক অর্থ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল সিরাজ ভাণ্ডারী,শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী, নাগরিক টিভির রিপোর্টার মোঃ তৌহিদুর রহমান, সাংবাদিক বাবর মোনাফ,মোঃ ইমরান,মোঃ হাসান ফকির, সহিদুল ইসলাম খোকন,মোঃ তারেকুল ইসলাম,মোঃ বাবুল,মোঃ সেকান্দর,মোঃ টিটুসহ প্রমূখ।মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকলের জন্য দোয়া করা হয়। পরিশেষে আশেকভক্ত সবার মাঝে তবরুক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।