মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়ায় খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের কঞ্জুরীপাড়ায় সমিরা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, নারী ইউপি সদস্য ফরিদা বেগম, কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংথুইপ্রু দেওয়ান, মসজিদে ইমাম মো. হারুনর রশিদ, পাড়া কার্বারী রেচাই মারমা ও কারিতাসের মাঠ সহায়ক আবাইশে মারমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারন মানুষের জীবনমান উন্নয়ন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সুবিধা বঞ্চিত সকলকে সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা সম্পর্কে সাধারন মানুষকে অবগত করা হয় এবং সবার সম্মিলিতভাবে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে সহায়তা পাওয়ার জন্য জনপ্রতিনিধি ও সরকারের সেবাদানকারী কর্মকর্তা বরাবর আবেদন জমা দেওয়া জন্য সকলকে আহ্বান জানানো হয়।
ফোরাম সভায় ইউনিয়নের ইউপি সদস্য, কার্বারী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় গুরু, বিভিন্ন পাড়া পর্যায়ের উপকারভোগী সদস্য ও মাঠ সহায়কগন উপস্থিত ছিলেন।