মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- ‘সর্ব বিদ্যায় জ্ঞানবতী, মাতা মোদের সরস্বতী’ এই প্রতিপাদ্যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সঙ্গীত প্রতিষ্ঠান বন্ধু সারগাম সঙ্গীত নিকেতনের অর্ধশত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার শংকর মঠ ও মিশন সংলগ্নে সনাতন নেতা বাবুল দেওয়ানজীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যাপক সঙ্গীত শিল্পী বিপুল দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ সাধনানন্দ গিরি মহারাজ, প্রধান উপদেষ্টা ডা. দীপন কর্মকার, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিলন কান্তি দে, যুগ্ন আহ্বায়ক ডা. অমর কান্তি দত্ত, সদস্য সচিব আশীষ বরণ সেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর মল্ল বিষু ও বাগিশিক উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল প্রমূখ।
এসময় ধর্মচর্চায় ধর্মীয় সঙ্গীতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘জীবনকে সুশৃঙ্খল উপভোগের প্রকৃষ্ট উপকরণ আর সৃষ্টি ও স্রষ্টার মাঝে মিলনের সেতুবন্ধ হিসেবে ধর্মীয় ও আধ্যাত্মিক সংগীতকে বিবেচনা করা হয়। প্রকৃতির নির্মল সৌন্দর্য, ধর্মের অন্তর্নিহিত ভাব ও অধ্যাত্মবাদের মাহাত্ম্য অনুধাবন করতে সংগীতের প্রয়োজনীয়তা অপরিসীম’। পরে গান, নৃত্য ও যন্ত্র সঙ্গীত বিষয়ে আয়োজিত প্রশিক্ষণে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।