রায়হান আহমেদ,পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি( বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের গোলক প্রতিমাছড়ার ধান্য জমিতে কৃষক সমাবেশ সম্পন্ন করেন পানছড়ি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল।
উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
সভাপতিত্বে করেন উপজেলা কৃষক দলেরর সভাপতি ও উল্টাছড়ি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ জেলা ও উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ।