মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলার প্রত্যন্ত এলাকায় গবাদিপশুর বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগ এড়াতে গবাদিপশু ও পাখির মাঝে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার হাতিটিলা, থলিপাড়া ও গড়িয়াটিলা পাড়ায় এই টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, প্রাণিসম্পদ দপ্তরের এ. আই টেকনিশিয়ান লাব্রে অং মারমা, ভ্যাকসিনেটর মো. ফয়েজ ও দায়িত্ব প্রাপ্ত মাঠ সহায়ক মংসুইনু মারমা ও পিংকু চৌধুরী।
কর্মসূচিতে পাড়াপর্যায়ে ৭৪ পরিবারের গবাদিপশু পাখির বিনামূল্যে বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয়। এর ফলে এলাকার গবাদিপশু-পাখির রোগব্যাধি কম হওয়ার পাশাপাশি গবাদিপশু-পাখির নানা রোগ ও রোগের প্রতিকার সম্পর্কে পরামর্শ পাচ্ছেন বলে জানান সুফলভোগীরা।