বিশেষ প্রতিনিধিঃ
রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুনর রশিদ মামুন।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিকে সমৃদ্ধকরণ বিষয়ক উৎসব উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জাহেদুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা শামিম আরা বেগম, সহকারী শিক্ষিকা সুবর্ণা দে, সিনিয়র শিক্ষক উৎপল চাকমা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম সগির, শাওন মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল ও হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় অডিটোরিয়ামে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশগ্রহন করেন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ।
এর আগে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক তারুণ্যের মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি। এসময় তিনি ক্ষুদে উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলার বিশিষ্ট এই আইনজীবী বলেন, জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক নামিদামী ব্যক্তি শিক্ষা জীবন শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তোমরা ভালো ভাবে পড়ালেখা করে এই বিদ্যালয় তথা এই এলাকার সুনাম বয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা।