(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ ৭ ফেব্রুয়ারি রোজ রোববার সকাল ১১.১৫ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার মৃদুল কান্তি ত্রিপুরা প্রথম টিকা গ্রহণ করার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।
সেবিকাদের মধ্যে বীহিতা চাকমা, সিনিয়র সেবিকা মিসেস ফ্লোরেন্স বিশ্বাস, কর্মচারীদের মধ্যে শিবলু দে, মোঃ জাহাঙ্গীর সহ অনেকে টিকা গ্রহণ করেন।
উক্ত টিকাদান উদ্বোধনী কর্মসূচীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ধনিষ্টা চাকমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর,উপজেলা মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার আরিফ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ধনিষ্টা চাকমা বলেন, বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপে আজ প্রায় ১৮ জনকে টিকা প্রদান করা হয়। এই টিকাদান আবেদনের মাধ্যমে চলমান প্রক্রিয়ায় থাকবে। তবুও সকলে মুখে মাস্ক পরিধান করার অনুরোধ জানান।