রায়হান আহমেদ ,পানছড়ি প্রতিনিধি:
দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন ৫০ পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে শীতবস্ত্র বিতরণ।
শনিবার সকাল দশটার দিকে পানছড়ি শিল্পকলা একাডেমীর হলরুমে যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা টিমের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র ৫০ পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সিরাজুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহি এবং আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান রায়হান আহমেদ।