মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে ছাত্র-জনাতার সংগ্রাম পরিষদ’র ব্যানারে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি ধর্মঘর এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করেন পুনরায় ধর্মঘর এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাধারণ শিক্ষার্থী মিলি মারমার সঞ্চালনায় ও ছাত্র জনতার সংগ্রাম পরিষদের উপজেলা প্রতিনিধি সুইজাই কার্রারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাজাইহ্লা মারমা ও পাইমং মারমাসহ আরো অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসনের অবসান হলেও সমতলের পাশাপাশি পাহাড়েও ফ্যাসিষ্টদের দোসররা এখনো বহাল আছে। তারা এখনও বিভিন্নভাবে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। পার্বত্য অঞ্চলের দীর্ঘ দিনের পুঞ্জিভূত সমস্যা হিসাবে অগণতান্ত্রিকভাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পদটি সন্তুু লারমা দখল করে রাখার তীব্র সমালোচনা করে বলেন, অবিলম্বে উক্ত আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজন করে যোগ্য ব্যাক্তিকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে’। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক পরিষদে সৎ , যোগ্য ও নির্দলীয় ব্যক্তি নিয়োগ জরুরী বলে বক্তারা মত প্রকাশ করেন।