অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলায় শুরু হলো করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। রবিবার(৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের প্রথম দিনে প্রথম করোনার টিকা নিলেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, রবিবার প্রথমদিনে করোনার টিকা নিলেন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এবং এরপর টিকা নিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, প্রথমদিন বেলা ৩ টা পর্যন্ত সর্বমোট ৫৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, তৎমধ্যে ১১ জন মহিলা এবং ৪৮ জন পুরুষ। প্রথম ধাপে ৬০০ জনকে করোনার টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।