মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান মহামুনি দারুন নাজাত মাদরাসার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক বিশেষ সেমিনার, দোয়া মাহফিল ও মাদরাসার কুরআনে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসা অডিটোরিয়ামে মাওলানা মো. নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত বিশেষ মাহফিল প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মুফতি হারুন ইজহার। এতে বিশেষ আলোচক ছিলেন মুফতি রমিজুল করিম আন-নাছিরী।
মাদরাসার শিক্ষক মাওলানা মাওলানা তারেকুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলনা ইব্রাহিম খলিল আল-ফরিদী, মানিকছড়ি দারুসসুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক, তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।
বক্তব্যে হেফাজতে ইসলামের যুগ্ম সচিব মুফতি হারুন ইজহার বলেন, ‘শান্ত পাহাড়কে যারা অশান্ত রাখার অপচেষ্টা চালাচ্ছে এবং পাহাড়ে সহিংসতা অপরাধ কর্মকাণ্ড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে’। তবে কোন নিরপরাধ পাহাড়ি কিংবা বাঙ্গালী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেব্যাপার সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা আরও, পাহাড় নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে কুচক্রী মহল। পাহাড়কে অশান্ত করতে নানা রকম গুজব রটাচ্ছ মহলটি। তাই সকলকে সচেতন থাকতে হবে। এছাড়াও পাহাড়ি বাঙ্গালী সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান তারা। পরে মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী বা পাগড়ি পড়ানো হয়।